এই ওয়েবসাইট ভিজিট করলে আমি Simple Analytics এর মাধ্যমে আপনাদের কিছু ডাটা সংগ্রহ করি। তবে ঘাবড়াবেন না। এই ডাটা দিয়ে আপনাকে শনাক্ত করা সম্ভব না। ওয়েবসাইটের ভিজিটরদের সাধারণ কিছু পরিসংখ্যান সংগ্রহের জন্য আমি এই ডাটা সংগ্রহ করি। তবে আপনার ব্রাউজারে Do Not Track চালু করা থাকলে এই ডাটা সংগ্রহ করা হবে না। আমি (তথা Simple Analytics) আপনার কি কি ডাটা সংগ্রহ করি তা জানার জন্য এই লিংকে যান। তাছাড়া, আপনার ডার্ক মোডের সেটিং সংরক্ষণের জন্য আপনার লোকাল স্টোরেজ ব্যবহার করি। যাতে, আপনি ডার্ক মোড সেট করলে সেটা স্থির থাকে, বারবার চেঞ্জ করতে না হয়। পাশাপাশি, আমি থার্ড-পার্টি সার্ভিস ব্যবহার করি এই ওয়েবসাইট চালানোর জন্য, যাদের আলাদা প্রাইভেসি নীতিমালা রয়েছে:

Cloudflare: আমি Cloudflare সার্ভিস ব্যবহার করি এই সাইট হোস্ট করতে। পাশাপাশি, তাদের DNS সার্ভার ব্যবহার করি। Cloudflare ভিজিটর ডাটা (যেমন আইপি ঠিকানা) সংগ্রহ করতে পারে। বিস্তারিত জানতে তাদের Privacy Policy দেখুন (বিশেষ করে End Users অংশ)।