ফায়ারফক্সে ব্রাউজিং উন্নত করার জন্য অসংখ্য এক্সটেনশন আছে। কিন্তু ভাল ভাল কিছু এক্সটেনশন অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না। সৌভাগ্যক্রমে, ফায়ারফক্স অ্যান্ড্রয়েডে ডেস্কটপ এক্সটেনশন ইন্সটল করার একটি কৌশল আছে। চলুন দেখে নেই সেটা।
ফায়ারফক্স অ্যান্ড্রয়েডে যেভাবে ডেস্কটপ এক্সটেনশন ইন্সটল করবেন
-
Debug Menu চালু করুন
- আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফায়ারফক্স খুলুন।
- Settings > About Firefox যান।
- ফায়ারফক্স লোগোতে ৭ বার ট্যাপ করে Debug Menu চালু করুন।
-
এক্সটেনশন ডাউনলোড করুন
- ফায়ারফক্সে addons.mozilla.org ভিজিট করুন এবং আপনার পছন্দের ডেস্কটপ এক্সটেনশন খুঁজুন।
- ইন্সটল বাটনের নিচে এখন Download file অপশন দেখতে পাবেন। এটি ট্যাপ করে
.xpi
ফাইল ডাউনলোড করুন।
-
এক্সটেনশন ইন্সটল করুন