লিনাক্স হ্যাং হয়ে গেলে SysRq কমান্ডগুলো খুব কাজে লাগে। কম্পিউটার যে অবস্থাতেই থাকুক না কেন কার্নেল সবসময় এই কমান্ডগুলোতে সাড়া দেয়। তবে কার্নেল নিজেই সম্পূর্ণ লক হয়ে গেলে ভিন্ন কথা। সিস্টেমে সমস্যা দেখা দিলে SysRq ফিচার অত্যন্ত উপকারী। উদাহরণস্বরূপ, আপনার লিনাক্স হ্যাং হয়ে গেলে এবং কোন ইনপুটেই সাড়া না দিলে, SysRq কমান্ড ব্যবহার করে কম্পিউটার বন্ধ বা রিবুট করতে পারবেন।
SysRq কিভাবে চালু করবেন
আপনার কার্নেল SysRq সাপোর্ট সহ কম্পাইল করা থাকলে, /proc/sys/kernel/sysrq
এর মাধ্যমে এটির ফাংশনগুলো চালু/বন্ধ করতে পারবেন। /proc/sys/kernel/sysrq
ফাইলে নিচের মানগুলো থাকতে পারে: