নন-ফোনেটিক কিবোর্ডে র‍্য (র-এ য-ফলা) লেখার উপায় নন-ফোনেটিক কিবোর্ডে র‍্য (র-এ য-ফলা) লেখার উপায়

নন-ফোনেটিক কিবোর্ডে র‍্য (র-এ য-ফলা) লেখার উপায়

জাতীয়, প্রভাত বা অন্য কোনো নন-ফোনেটিক বাংলা কিবোর্ডে (যেখানে কী-ম্যাপিং সরাসরি ধ্বনিনির্ভর নয়) র + য-ফলা (র‍্য) লিখতে সমস্যা হয়—কারণ সাধারণভাবে -এর পর ্য টাইপ করলে সেটি র্য (রেফ + য) হয়ে যায়। এই ধরনের কিবোর্ডে র‍্য লেখার উপায় হলো ইউনিকোডের Zero Width Joiner (ZWJ) [, U+200D] নামক একটি অদৃশ্য ক্যারেক্টার ব্যবহার করা।

কীভাবে লিখবেন?

  1. লিখুন (জাতীয়ে v, প্রভাতে r)
  2. ZWJ টাইপ করুন (নিচে কী-কম্বিনেশন দেওয়া হলো)
  3. ্য (য-ফলা) লিখুন ( ্) হ-সন্তের সাথে য দিয়ে

কিবোর্ডভেদে ZWJ লেখার পদ্ধতি

কিবোর্ডকী-কম্বিনেশন
জাতীয়Alt ধরে + চাপুন
প্রভাতAlt ধরে ` (টিল্ডা) চাপুন

সম্পূর্ণ টাইপিং সিকোয়েন্স

  • জাতীয়: v (র) → Alt + + (ZWJ) → g (হ-সন্ত) → w (য) = র‍্য
  • প্রভাত: r (র) → Alt + ` (ZWJ) → (হ-সন্ত) → Z (য) = র‍্য

অ্যান্ড্রয়েডে লেখার উপায়

বর্ণ কিবোর্ডে Zero WIdth Joiner


অ্যান্ড্রয়েড কিবোর্ডে সাধারণত Zero Width Non-Joiner ধরে রাখলে Zero Width Joiner পাওয়া যায়। ছবিতে বর্ণ কিবোর্ড অ্যাপ দেখানো হল। এখানে আপনারা দুটি চিহ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছেন। তার মধ্যে, নিচেরটি Zero Width Non-Joiner, আর এটা ধরে রাখলে উপরে Zero Width Joiner পাওয়া যাবে। তাছাড়া বাকি লিখন পদ্ধতি উপরের মতই।


পড়ার জন্য ধন্যবাদ। লেখাটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আপনার কি প্রযুক্তি সার্ভিস প্রয়োজন? আপনার মোবাইল/কম্পিউটারে কোন সমস্যা? কিংবা আপনি কি কাস্টম রম বা লিনাক্স/উইন্ডোজ ইন্সটল করতে চান? নাকি এই ওয়েবসাইটের মত আপনার নিজস্ব একটি ওয়েবসাইট চান? তাহলে, এখনই ইমেইল করুন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে যোগাযোগ করুন।

আমার সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


← আর্টিকেল তালিকায় ফিরে যান

এই লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি কী?